অভিনেত্রী দিতির মৃত্যর খবর আসারপরপরই থমকে গিয়েছিল পুরো এফডিসি।সবার মুখে আলোচনার বিষয় ছিল তার এই মৃত্যু। মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সংবাদটি চলে আসে এফিডিসিতে। দিতির দীর্ঘদিনের কর্মস্থল, হেঁটে বেড়ানো রাস্তা, চেনা ফ্লোরগুলোও যেন থমকে গেছে। এমনিতেই আজ সারাদিন কোনো ফ্লোরে শুটিং ছিল না। কিন্তু চিরাচরিত ভিড় ছিল ক্যান্টিন, কড়ইতলাসহ সবখানেই। বিকেল নাগাদ সেই ভিড় রূপ নিয়েছিল একেকটি শোকসভায়। সবখানেই আলোচনায় ছিল দিতির বর্নাঢ্য চলচ্চিত্র জীবন, তাঁর অকাল মৃত্যু এবং সব ছাপিয়ে তাঁর দুরারোগ্য অসুখ ও দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণা। কে জানে, এ কারনেই বিকেলটা মেঘলা ছিল কিনা। মেঘলা বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র…
Read More
